সাভার পৌর মহল্লার কর্ণপাড়া থেকে অজ্ঞাতনামা এক নারী (৩৫) ও আশুলিয়ায় জিরাবো এলাকার পরিত্যক্ত মাঠ থে⭕কে রফিকুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রফিকুল নিহতের ঘটনায় তার চার রুমমেটকে প্রাথমিক জিজ্ঞাসাব♊াদের জন্য আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ।
সোমবার (২৫ জুলাই) সকালে আশুলিয়া থানার উপ🎉পরিদর্শক (এসআই) হাচিব সিকদার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে সাভারের আশুলিয়ার জিরাবো বটতলা এলাকার একটি পরিত্যক্ত মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার সদর থানার পঞ্চনানপুর গ্রামܫের মৃত হাশেম উদ্দিনের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার বটতলায় আবুল কাশেমের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করে দিনমজুরের কাজ করতেন।
নিহতের ছোট ভাই হুমায়ন কবির নয়ন জানান, রফিকুল চার রুমমেটের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। গতকাল তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ❀বাড়ির মালিক আবুল কাশেম মীমাংসা করে দেন। রাতে রফিকুল ফোনে মাকে জানান, ওই চার রুমমেট তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। পরে সকালে খ🅰বর আসে একটি মাঠে রফিকুলের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নিহতের চার রুমমেটকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘꦯটনায় আশুলিয়া থানায় এক🤡টি মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা (৩৫) একꦬ নারীর মরদেহ উদ﷽্ধার করেছে সাভার মডেল থানা-পুলিশ।
এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছেܫ। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।