আলোচনা-সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদে🐼শের পতাকা নামিয়েছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।
রোববার (২৪ জুলাই) দুপুরের দিকে পাকিস্তান হাইকমিশন কাভার পܫেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফে▨লে।
এর আগে, বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার পাকিস্তান হ꧟াইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ♛্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনা-সমালোনা শুরু হয়।
এরপর শনিবার (২৩ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে নিতে ⭕বলা হয়। এর প্রেক্ষিতে রোববার দুপুরে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলা হয়।