যাত্রাবাড়ীতে বাস উল্টে আহত ১৫

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২২, ২০২২, ১২:৩০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে ⛎একটি বাস উল্টে ১৯ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২২ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে মাতুয়াইল মে𓆉ডিকেলের ꦬসামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ꧋্ধার করে ঢাকা মেডিকেলꦅ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতরা হলেন রাফি (৭), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (ไ৩৪), মুন্নি (২২), শাহনাজ (৪৫), রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), শুকুর (২৫), রওশন (২২), নাসিমা (৫৫ꦿ), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩) ও মনির (৩৫)।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা বন্ধন পরিবহনে꧒র বাসটি মাতুয়াইল মেডিকেলসংলগ্ন ইউলুপের কাছাকাছি আসার পর চা𝕴লক নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তায় উল্টে যায়। এতে বাসে ১৫ যাত্রী আহত হন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার শামীম রেজা জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে।