ইরাকে এক টন আম পাঠালেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ০৭:২৪ পিএম

ইরাকে এক টন বিশেষ জাতের ಌসুস্বাদু আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুভেচ্ছা উপহ💟ার হিসেবে আমগুলো পাঠানো হয়েছে।

সোমবার (১৮ জুলাই) ইরাকে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী প্রধানমন্ত্রীর এই উপহারের এ🦋কটা অংশ ইরাকের রাষ্ট্রপতির প্যালেসে নিয়ে গেলে রাষ্ট্রপতির প্রটোকলবিষয়ক উপদেষ্টা তাহসিন এ. অ্যানা রাষ্ট্রপতির পক্ষে তা গ𒆙্রহণ করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- এর আগে ﷽রাষ্ট্রদূত ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন। উপহার গ্রহণ করে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী এ বিরল ‌‌‘আম কূটনীতির’ দৃষ্টান্ত স্থাপনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

একইসঙ্গে তিনি আশাবাদಌ ব্যক্ত করেন, বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে বিরাজমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বাংলাদেশের প্রধানমন্ত্রী♕র উপহার সানন্দে গ্রহণ করেছেন এবং উপহার হিসেবে সুস্বাদু বাংলাদেশি আম পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে এ শুভেচ্ছা উপহারের সুখ-স্মৃতি তারা দীর্ঘদিন ধারণ করবেন এবং দু’দেশের মধ্যে বিরাজমা𒁃ন সম্পর্ক আরও উন্নীতকরণে যুগপৎ কাজ করবেন।