বৃষ্টিহীন কেটেছে প🎉্রায় পুরোটা আষাঢ়। তাই শ্রাবণের দিকে তাকিয়েছিল তাপক্লান্ত মানুষ। তীব্র রোদ, সঙ্গে মৃদু তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ বৃষ্টির আকাঙ্ক্ষায় ছিল তৃষ্ণার্ত চღাতকের মতো। গরমে হাঁসফাঁস করা মানুষের জীবনে স্বস্তি এনে শ্রাবণের তৃতীয় দিনেই নেমেছে বৃষ্টি।
সোমবার (১৮ জুলাই) দুপুর সোয়া ১২টার দি🦂কে রাজধানীজুড়ে নামে বৃষ্টি। বৃষ্টিধারায় কিছুটা হলেও শীতল হয়েছে নগর। প্রাণ জুড়িয়েছে নগরবাসীর।
আবহাওয়া ꦅঅধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার ও উত্তর–পূর্ব দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরꦇনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।