অনুকূল পরিবেশ তৈরি করতে চাই : সিইসি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ১২:১৮ পিএম

অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চা🌠ই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন🃏 ভবনে ইসল💃ামী ফ্রন্টের সঙ্গে সংলাপে এ কথা বলেন সিইসি।

সিইসি ব♛লেন, “আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। একটি জবাবদিহিমূলক দায়ি🀅ত্বশীল সংসদ দরকার।”

হাবিবুল আউয়াল আরও বলেন, “বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে আসে, তাতে ইসির কোনো আপত্তি থাকতে 🧔পারে না।”

আগামী দ্বাদশ নির্বাচন ꦗনিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সংলাপের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসিতে আসে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার কমিশনার উপস্থিত ছিলেন।

ইসলামী ফ্রন্টের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ইসিতে সংলাপে আসে। তারা ১০টি প্র💙স্তাব তুলে ধরেন।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্♎রণ জানিয়েছে ইসি। গতকাল রোববার থেকে শুরু হওয়া সংলাপ ৩১ জুলাই পর্যন্ত চলবে। সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ২ ঘণ্টা করে এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইস♊ি।