ঢাকায় বিজিবি-বিএসএফ’র সীমান্ত সম্মেলন শুরু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ০৭:৪৬ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতে🦋র বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর পিলখানাস্থ ব🧸িজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সম্মেলন শুরু হয়।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদের নেতৃত্বে পাঁচ দিনব্যাপী (১৭-২১ জুলাই) এ সম্মেলনে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। এতে প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকেরা ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্র𒀰ণ অধিদপ্তর, সার্ভেয়ার জেনারেল অফ বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন।

সম্𝓀মেলনে বিএসএফের মহাপরিচালক শ্রী পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। ভারতীয় প্রতিনিধি দলে ব💛িএসএফ-সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন।

চলমান এই সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং স্বর্ণসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, 🌌সীমান্ত নদীর তীর সংরক্ষণ, বিভিন্ন সশস্ত্র উগ্রবাদী-সন্ত্রাসী সংগঠন অথবা গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য বিনিময়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ, দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হবে।

আ💟গামী ২১ জুলাই সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে।