ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ বিষয়ে নৌ-ঘাটগুলোতে যাত্রী ও যানবাহন পারাপার মনিটরিংয়ের জন্য আটটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েꦆছে। যাত🐻্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন টিমের সদস্যরা।
সম্প্রতি ন🦩ৌপরিবহন মন্ত্রণালয় থেকে এসব টিম গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের আগে ৭-৯ জꦆুলাই পর্যন্ত ঢাকা সদরঘাট নদীবন্দর, পাটুরিয়া নদীবন্দর, শিমুলিয়া নদীবন্দর এবং চাঁদপুর নদীবন্দরে ৪টি টিম দায়িত্ব পালন করবে।
এ ছাড়া ঈদের পর ১১ থেকে ১৩ জুলাই সদরঘাট নদীবন্দর, দৌলতদিয়া নদীবন্দর, বাংলাবাজার ও মাঝিকান্দি নদীবন্দর/ঘাট এবং চাঁদপুর নদী বন্দরে বাকি ৪টি টিম দায়িত্ব পালন করবে। প্রতিটি টিমে ৫ থেকে ৬ জন কর্মকর্✨তা কাজ করবেন।
অফিস আদেশে জানানো হয়, ঈদে যাত্রীসাধারণের সুষ্ঠু ও নিরাপদ নৌ চলাচল নিশ্চဣিত করতে এই টিমগুলো গঠন করা হয়েছে।