ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর♛ পাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগাম꧃ী ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (৫ জুলাই) বিআরটিএর প্রকৌশল শাখার পরিচালক শীতাংশু শেখর ﷽বিশ্বাস স্বাক্ষরিত গত ১৪ জুন অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সংক্রান্ত স্মারকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- কার্যবিবরণীর সিদ্ধান্তের প্রেক♍্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহ🔯কের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মো🗹টরসাইকেল রেজ🌟িস্ট্রেশন নম্বর পাবে না।