রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার মেরাদিয়া বাজা🔯রে একটি জুতার কা♛রখানায় আগুন লেগেছে।
সোমবার (২৭ জুন) বেল🔥া পৌনে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘ♚টে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা আক্তার জানান, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর আসে কন্ট্রোল রুমে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা▨স্থলে কাজ করছে ১১টা ৫ মিনিট থেকে।
আগুন নিয়ন্ত্রণে ꦿখিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করছে। তেজগাঁ থেকﷺে আরো ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ড𓃲িফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, গণমাধ্যম) শাহজাহান সিকদার জানান, রক্সি স্যান্ডেল নামের ওই কারখানার টিনশেড গুদামে আগু💙ন লেগেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।