তথ্যপ্রযুক্তির সময়। তাই কোনো কিছু ঘটলে তা মুহূর্তেই সামাজি꧒ক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। এসব ঘটনা সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে দ্রুত ছড়াতে তৈরি হয় প্রতিযোগিতা। কার আগে কে দিতে পারে, তা নিয়ে অনেক সময় সত্য ঘটনাটি চাপা পড়ে। আর এতেই ꦐতৈরি হয় গুজব।
বিশ্বের অন্যান্য দেশের তুল𓂃নায় বাংলাদেশের মানুষ কোনো কিছু যাচাই না করেই তা বিশ্বাস করে। এতে তাদেরও তেমন দোষ নেই। কারণ, গুজবগুলো এমনভাবে সাজানো হয়, যা সাধারণ মানুষ বিশ্বাস ꦦকরতে বাধ্য হয়। তবে এখানে সচেতনতার অভাব আছে।
দেশের বেশ কয়েকটি অঞ্চলে ব🥂ন্যার পানিতে তলিয়🐎ে গেছে ঘরবাড়ি। ওই সব অঞ্চলের পশুপাখি, বন্য প্রাণী বা গৃহপালিত প্রাণীগুলোও পড়েছে বিপাকে। অনেক প্রাণী পানির স্রোতে অন্য অঞ্চলে চলে গেছে বা মরে গেছে। অপর দিকে কোনো উপায় না পেয়ে অনেকে আশ্রয়কেন্দ্রে জায়গা নিয়েছে। সেখানে সঙ্গে নিয়ে এসেছেন গৃহপালিত প্রাণী।