যাত্রী নিয়ে ছুটছে লঞ্চ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ১১:২৭ এএম

সরকারে🔜র বেধে দেওয়া কঠোর বিধিনিষেধের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো লঞ෴্চ চলাচল। 

বুধবার (১১ আগস্ট) ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু হয়। সেই সঙ্গ🦩ে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচলও শুরু হয়েছে।

বিধিনিষেধ শিথিলের প্রথম দিন শিমুলিয়া-বাং🍌লাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে উভয়মুখী যাত্রীর ভিড় দেখা গেছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১🔯 জেলার যাত্রীরা ঢাকার উদ্দেশে রওনা করছেন।

এছাড়💫াও বাংলাবাজার থেকে লঞ্চে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া আসছে এবং দক্ষিণবঙ্গগামীদের শিম𓄧ুলিয়া থেকে বাংলাবাজারের উদ্দেশে রওনা করছে সাধারণ মানুষ।

এদিকে লঞ্চ চলাচল শুরু হ🌺ওয়ায় ফেরিতে যাত্রী পারাপারের চাপ কমেছে বলে জানায় সংশ্লিষ্✱টরা।

স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক♌্ষ (বিআইডব্লিউটিএ)৷ যাত্রী ভাড়া বৃদ্ধির আদেশ✅ বাতিল করে আগের নির্ধারিত ভাড়ায় নৌযান চলাচল করবে বলেও জানানো হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে𒆙 মাস্ক পরিধান, স্বাস্থ্য অধিপ্তরের ঘোষিত সব স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার  সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযানের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আদেশ বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব💎্লিউটিএ)।

অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্ল🤡িউটিএর ২৩ এপ্রিল জারিকৃত আদেশ ১১ আগস্ট ২০২১ থেকে পুনরায় কার্যকর হয়েছে।