হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ১৩, ২০২২, ১২:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা হজ করতে গিয়ে ই💝ন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম মো. জাহাঙ্গীর কবির। তার বয়স ৫৯ বছর। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’।

ধর্ম মন্ত্রণালয়ের হ♋জ ব্যবস্থাপনা-সংক্রান্ℱত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাহাঙ্গীর কবির ১১ জুন সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাౠথমিকভাবে জানা যায়নি।

এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আ🔴রবে মারা গেলেন।

৫ জুন বাংলাদেশ থ꧂েকে হজ ফ্লাইট শুরু হয়। রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।