রাজধানীর হাতিরঝিল থেকে ড🍨িবিসি নিউজের প্রযোজক আ💮ব্দুল বারির (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন��) সকালে💝 হাতিরঝিলের পুলিশ প্লাজার উল্টোদিকে সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের বরাত দিয়ে ডিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডে🌊র ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য আব্দুল বা🎃রির মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তে🐽র চেষ্টা চলছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, তাকে খুন করা হয়েছে, তা🌳 স্পষ্ট। সুরতহালে সে রকম আলামত🌠ই পাওয়া গেছে।