সীতাকুণ্ডে বিস্ফোরণ

সংসদে শোক, আহতদের সুস্থতা কামনা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৫:৫০ পিএম

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ন﷽িহত ও আহতদের স্মরণে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৫ জুন) জাতী🐈য় সংসদের অষ্টাদশ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধ♑ুরী শোক প্রস্তাব উত্থাপন করেন।

তিনি বলেন, “শনিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি🃏 গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে মহান জাতীয় সংসদ।”

শনিবার (৪ জুন) দিবাগত রাতে বিএম কনটেইনার🏅 ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোববার বিকেল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবꦺর পাওয়া গেছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়🀅কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনাඣর ডিপোটি অবস্থিত।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যཧেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ একটি কেমিক্যালবোঝাই কনটেইনারে বিকট শব্দে বিস্ফোর♏ণের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।