ঢাকায় এসেছেন সার্ক মহাসচিব

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ৪, ২০২২, ০৪:৫৫ পিএম

ঢাকায় এসেছেন দক্ষিণ এশীয় আঞ্চলি🐻ক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব ইসালা রুয়ান ভিরাকুন। 

শনিবার (৪ জুন) দুপুরে ৫ দিনের সফরে তিনি ঢাকায় পৌঁছান। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্রমন🏅্ত্রী এ কে আব্দুল মোমেন ঢাকার বাইরে থাক♈ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সার্কের মহাসচিব।

প্রায় ৬ বছর পর সার্কের কোনো মহাসচিব ঢাকায় এসেছেন। ইসালা রুয়꧅ান ভিরাকুনের অনেক আগেই ঢাকায় আসার কথܫা ছিল, তবে করোনা মহামারির কারণে তার সফর বিলম্বিত হয়।

সার্ক মহাসচিবের ঢাকা সফরকালে সংস্থꦛাটির সঙ্গে বাংলাদেশ কীভাবে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে পারে, সে বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ জোরদারে আলোচনা হবে।