দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত🥃 পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আট টাকা কমিয়ে প্রতি কেজি ১০৮ টাকা🐻 শূন্য ২ পয়সা থেকে ১০০ টাকা ২৯ পয়সা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অনলাইন সংবা⛦দ সম্মেলন থেকে এ ত🍷থ্য জানা যায়। সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।
এর আগের তিন মাস অব্যাহতভাবে দাম বেড়েছিল এল⛦পি গ্যাসের। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মাসের চেয়ে কমানো হয়েছে ৯৩ ট🎐াকা।
নতুন দাম অনুযায়ী জুনে প্রতি কেজি এলপিজির দাম নির্ধার൩ণ করা হয়েছে ১০৩ টাকা ৫২ পয়সা। মে মাসে ছিল ১১১ টাকা ২৬ পয়সা। একইভাবে ১২ কেজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে ১ হাজার ২৪২ টাকা, যা মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।
এর আগে মে মাসে প্রতি কেজি এলপিজির দাম ৮ টাকা ৬৮ পয়সা কমেছিল। সেই হিসাবে ওই সময় প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৯ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়েছিল। এতে করে পরপর দুই মাস কমলো 🌠এলপিজির দাম।
বিইআরসি তথ্য মতে, জুনের জন্য অটো গ্যাসের দামꦅ প্রতি লিটার ৬২ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ৫৭ টাকা ৯১ পয়সা করা হয়েছে। সরকারি এলপিজির দাম অপর💖িবর্তিত থাকবে।
জ♛ানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।