অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের ৮ টিম

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৭:২৪ পিএম

ধান-চালের অবৈধ মজুত🐲 করে কৃত্রিম সংকট তৈরি করছে কি-না তা খতিয়ে দেখতে অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি টিম।

মঙ্গলꦺবার (৩১ মে) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্⛎ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে তার নিজ দফতরে অনুষ্ঠিত এক ꦛ🦋সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মঙ্গলবার থেকেই মাঠে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি টিম। কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি-না, এসব টিমের সদস্যরা তা খতিয়ে দেখবে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ করবে। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়🍒ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। অবৈধ মজুতের তথ্য জানাতে কন্ট্রোল রুমের +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০-৪৯৯৯৪২ এবং ০১৭১৩-০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবৈধ মজুতদারি প্রতিরোধে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা 😼নির্বাহী অফিসারদের (ইউএনও) আধা-সরকারি চিঠি পাঠানো এবং এনএসআই, র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকেও এ বিষ❀য়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

ভরা মৌসুমে চালের দাম এত বেশি কেন, তা খতিয়ে দেখতে সোমবার (৩০ মে) নির্দেশ দ♕েন প্রধানমন্ত্রী। তার নির্দেশের পর খাদ্য মন্ত্রণালয় আজ এই ব্যবস্থা নিল।