স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: মে ২৮, ২০২২, ১২:৫৯ পিএম

জয়পুরহাটের পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তোজাম্মেল (৫২) নামের এক ব্যক্তির❀ বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মে) দিবাগত রাত ২টার দিকে কালাইℱ উপজেলার উদয়পুর ইউনিয়নের দুদাইল নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘ𒁏টনায় প𒐪ুলিশ অভিযুক্ত তোজাম্মেলকে আটক করেছে। তিনি ওই গ্রামের মৃত আলেক উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুদাইল নোয়াপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের স্ত্রী শিপন বেগম (৪০) রাতে তার শয়ন কক্ষে এবং তোজাম্মেল ও তার সন্তানেরা আলাদা আলাদা ঘরে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে ওই গৃহবধূকে গলা কেটে হত্য𒆙া করা হয়। রাত ৩টার দিকে নিহতের সন্তানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন তোজাম্মেল তার স্ত্রীর গলাকাটা স্থানে কাপড়জাতীয় কিছু দিয়ে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছিলেন।

খবর পেয়ে শনিবাꦯর ভোরে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন এবং মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দীন এ ঘটনাটি নিশ্চিত করে সংꦺবাদ প্রকাশকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরের ফায়দা হাসিলের লক্ষ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের স্বামী তোজাম্মেলকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাক♕াণ্ডের কথা স্বীকার করেছেন।”