৩০ মে হচ্ছে না ঢাকা-দিল্লি বৈঠক

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ২৮, ২০২২, ১২:৫২ পিএম

বাংলাদেশ ও🐟 ভারতের মধ্যে ‘যৌথ কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠক বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে এই বৈঠক হওয়ার কথা ছিল।

শনিবার (২৮ মে) ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল🔜 মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩০ মে এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে।’

পররাষ্ট্রমন্ত্রী ꦫআরও বলেন, “ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। তাই আমরা মনে করি, সোমবারের (৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।”

নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিতে 🦩বর্তমানে ভারতে অবস্তান করছেন ড. এ কে আব্দুল মোমেন।