৩ কেজি গাঁজাসহ নারী আটক

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: মে ২৬, ২০২২, ০৭:২৪ পিএম

নড়াইলের লোহাগড়ায় ৩ কেজি গাঁজাসহ লিপি বেগম (২৫) নামে এক নারী🧸কে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া পঁচাশি✤পাড়ার (মোল্ল্যাপাড়া) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক লিপি লাহুড়িয়া পঁচাশিপাড়ার আনিছ মোল্ল্যার স্ত্রী।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার একদল পুলিশ আনিছ মোল্ল্যার বাড়িতে 🔯অভিযান চালায়। এসময় ঘরের ভিতর একটি ড্রামের মধ্যে পলিথিনে মোড়া ৩ প্যাকেট গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক রাখার দায়ে লিপিকে গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাꦐপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, আটক লিপির বিরুদ্ধে মাদক মামলা করা🤡 হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।