টে𒁃কনিক্যাল পয়েন্ট থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভার্চুয়ালি ম্যানুপুলেট করা অসম্ভব বলে জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার (২৫ মে) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিন♍ি এ কথা🍷 জানান।
অপারেট শুরুর আগে ইভিএম -এর ভেতরে কী আছে তা দেখে নেওয়া সম্ভব জানিয়ে ড. জাফর ইকবাল বলেন, “কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ওপর নির্ভর করছে। আমি রাজনৈতিক দলগুলোকে বলব, আপনারা যদ💝ি আপনাদের মতো করে নির্বাচন করতে পারেন, নতুন নির্বাচন কমিশন তৈরি করে তাহলেও আপনারা এই মেশিনটা ব্যবহার করেন। আপনাদেরই লাভ হবে।”
তিনি আরও বলেন,ไ “ইভিএম -এর ভেতরে আইসিগুলো যেভাবে বসানো আছে, তার ভেতরে ঢুকে ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অস𝓡ম্ভব। কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ব্যাপার, সেটা রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানুপুলেট করা সম্ভব না।”