ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলে জানিয়েছেন প্রধান নির্বা🔯চন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে রাজনৈতিক দল ও প্রযুক্তিবিদদের সঙ্গে আলোচনা হচ্ছে। ওনাদের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বুধবার (২৫ মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব🐎 কথা বলেন।
অনেকগুলো মিটিং করেছি জানিয়ে সিইসি বলেন, “আমরা কার🧸ও মতামতকে উপেক্ষা করিনি। বিরোধ𒈔ী দল থেকে যে মতামত এসেছে, আমরা তুড়ি মেরে উড়িয়ে দিইনি। আজকেও বিশিষ্টজনদের সঙ্গে বসেছি। যারা প্রযুক্তিবিদ তাদের সঙ্গে বসেছি। ইভিএমের ব্যাপারে ওনাদের বক্তব্যের পরে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি এই মেশিনের বিষয়ে আরও কয়েকটা মিটিং করব। আরও পলিটিক্যাল পার্টিকে ডাকা হবে।”
তিনি আরও বলেন, “মেশ🃏িন নিয়ে মূল্যায়ন করা কোনো টেকনিক্যান ছ🦩াড়া সম্ভব নয়। এই বিষয়টি বিবেচনা করেই টেকনিক্যানদের ডেকেছি। পলিটিক্যাল পার্টিদেরও আমরা অনুরোধ করব তাদের যে টেকনিক্যাল টিম আছে কিংবা যদি থাকে তাদের যাচাই করার জন্য।”
বৈঠকে ইসির তথ্যপ্রযুক্তি দল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশ𓄧েষজ্ঞসহ প্রায় ৩০ জনকে আমন্ত্রণ জানানো꧙ হয়। আমন্ত্রিতদের মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদও বৈঠকে অংশ নেন।