সম্পত্তি নিয়ে ঝগড়া, ভাগনের ছুরিকাঘাতে মামা খুন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৭:০৮ পিএম

নরসিংদীর পলাশ এলাকায় সম্পত্তি ভাগ করাকে কেন্দ্র করে ভাগনের হাতে খুন হন মামা। ভাগনে মো.🍃 নিয়ন শেখকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিয়ন তার মামা আতাউরকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মাল🌱িবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

এ ঘটনায় নিয়নকে আসামি করে ২৭ এপ্রিল পলাশ থানায় একটওি হত্যা মামলা দায়ের করেন আতাউꦗরের স্ত্রী মোসা. দিলরুবা আক্তার।

সিআইডি জানায়, নিয়নরা দুই ভাই ও এক বোন। নিয়নের মা-বাবা সিদ্ধান্ত নেয় তাদের সম্পত্তি দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন। এ নি🔯য়ে নাখোশ ছিলেন নিয়ন। গত ১৮ এপ্রিল মা আর বোনের সঙ্গে ঝগড়া হয় তার। সম্পত্তি নিয়ে মা-বোনের সঙ্গে ঝগড়ার বিষয়ে প্রতিবাদ করায় আতাউরকে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি।

সিআইডি আরও জানায়, মঙ্গলবার (১৭ মে) গাজীপুরের কালিগঞ্জ থানাধীন বাগবাড়ী থেকে নিয়নকে গ্রেপ্তার করে সিআইডি।