হজ নিবন্ধনে জমা করা টাকা ফেরত পাবেন যেভাবে

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৩:৫৬ পিএম

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে রাখা কেউ হজে যেতে নাܫ পারলে জমাকৃত টাকা তু🔯লে নেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৮ মে) এক নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে মন্ত্রণালয়। 

নিไর্দেশনায় বলা হয়- যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন/অসুস্থ আছেন অথবা ৬৫ বছর ঊর্ধ্ব বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্য🌱ক্তি তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না।  

এরূপ ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পাওয়ার জন্যে www.hajj.gov.bd-এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করে জমাকৃত অর্থ উত্ಌতোলন/ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম🍷্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী 𝓀৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি হজ পা💮লনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।