ট্রাকে পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত টিসিবির

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১৮, ২০২২, ০২:৩১ পিএম

ট্রাকে পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরে𒉰শন অব বাংলাদেশ (টিসিবি)। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া ‘ফ্যামিলি কার্ডধারী’ ব্যক্তিরাই শুধু কিনতে পারবেন। কেনা যাবে মাসে সর্বোচ্চ দুইবার।

বুধবার (১৮ মে) গণমাধ্যমকে এ𝓰সব তথ্য নিশ্চিত করেছেন টিসিব☂ি মুখপাত্র হুমায়ুন কবির।

তিনি জানিয়েছেন, ডিলারদের অনিয়ম এবং ক্রেতাদের কালোবাজারি বন্ধ করতেই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন টিসিবির পণ্য এখন থেকে ট্রাকসেলে না দিয়ে টিসিবির নির্দিষ্ট দোকানগুলোতে বিক্রির জন্য দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত দ🥃োকানে এসব পণ্য বিক্রি করা হবে। জেলা সদরগুলোতেও প্রতিটি ইউনিয়নে একটি করে দোকান থাকবে।

বাজারে পণ্যমূল্য স্থিতিশী🌞ল রাখতে এবং স্বল্প আয়ের মানুষকে সহায়তা করতে টিসিবি দীর্ঘদিন ধরে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, চিনি, ডাল, পেঁয়াজ বিক্রি করে আসছে। যখন বাজার পরিস্থিতি অস্বাভাবিক হয়, তখন সংস্থাটির সরবরাহ বাড়ানো হয়ে থাকে।