ডেঙ্গুতে আক্রান্ত আরও ১২

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১৭, ২০২২, ০৯:৪৬ পিএম

ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমඣার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা জেলার ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার (১৬ মে) হাসপাতালে ভর্তি হয়েছিলেন🌄 আটজন। সবমিলিয়ে গত দুইদিনে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২১। চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত হাসপাতালে সর্বমোট ২২৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।