টিসিবির ট্রাক সেল

১১০ টাকা দরে তেল বিক্রি স্থগিত

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১৬, ২০২২, ১০:২২ এএম

সোমবার থেকে ট্রাক সেলের মাধ্যমে ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল বিক্রি করার ঘোꦚষণা দিয়েছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু রোববার (১৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বিক্রির কার্যক্রম স্থগিত করে সংস্থাটি।

সংবাদ বিজ্🐟ঞপ্তিতে বলা হয়, বিক্রি কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা ও প্রকৃত সুবিধাভোগীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছানোর লক্ষ্যে সরকার নীতিগতভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল, চিনি) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে ঢাকা উত্তর, দক্ষিণ ও বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণের কার্যক্রম শেষ না হওয়ায় ১৬ থেকে ৩০ মে পর্যন্ত ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুনে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি।