সোমবার থেকে ১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৮:৩১ পিএম

খোলাবাজারে ১১০ টা🦩কা লিটার সোয়াবিল তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সোমবার (১৬ মে) থেকে সয়াবিনসহ𝓰 নিত্যপ্রয়োজনীয় আরও বেশ কয়েকটি পণ্য বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।

টিসিবি সূত্রে জানা গে🧸ছে, ১৬ থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী দেশের বড় বড় নগরীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সয়াবিন তেলের পাশাপাশি একই দিন থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ এবং ছোলার কেজি বিক্রি হবে ৫০ টাকায়। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে দেশের𒐪 নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।

ট্রাকসেল 🌞থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং চাহিদা অনুযায়ী ছোলা নিতে পারবেন।

রোজার মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে গত মার্চ ও এপ্রিল মাসে সারাদেশে তালিকাভুক্ত এ꧃ক কোটি পরিবারের কাছꦐে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্য পণ্য বিক্রি করছে টিসিবি।