ধানের দাম বাড়লে চালের দামও বাড়বে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, “সরকার কৃষকের জন্য সার, বীজ ও নানা কৃষি উপকরণ প্রণোদনা হিসেবে দিয়ে থা🃏কে। ধানের দাম বাড়লে চালের দামও বাড়বে। সে কারণে যৌক্তিক যে দাম নির্ধারণ করা হয়েছে, সে দামেই ধান চাল সংগ্রহ করা হবে।”
রোববার (১৫ মে) দুপুরে সিলেট💖 সদর খাদ্য গুদাম (এলএসডি) পরিদ🎉র্শন শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে পণ্যের দাম অনেক কম জানিয়ে খাদ্যমন্ত্রী 🎐বলেন, “সরকারিভাবে ভারত গম রপ্তানি বন্ধ কর🏅েনি। আর বন্ধ করলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নিরলস কাজ করছে সরকার “
তিনি আরও বলেন, “আগাম ব𓄧ন্যায় হাওরে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে জাতীয় খাদ্য নিরাপত্তায় এর তেমন প্𓃲রভাব পড়বে না। এছাড়া সামনে আউশ উৎপাদন হবে, কৃষক দ্রুতই বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।”