মডেল পিয়াসার দুই সহযোগী মিশু 🔥হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার মেট🌱্রোপলিটন ম্যাজিস♛্ট্রেট মামনুর রশিদের আদালত এই রিমান্ড আদেশ দেন।
আদဣেশে বলা হয়, মিশু হাসানের বিরুদ্ধে পৃথক ৩ মামলায় ৯ দিনের এবং জিসানের বিরুদ্ধে পৃথক 🐬২ মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।
পর্নোগ্রাফি ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় মাসুদুল ইসলাম ওরফে জিসানকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন ভাটারা থানা পুলিশের উপপরিদর্শক মশিউর রহ☂মান খান। অন্যদিকে মাদক, পর্নোগ্রাফি ও অস্ত্র আইনের মামলার আসামি শরফুল হাসান ওরফে মিশু হাসানকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপপরিদর্শক মোহাম্মদ আল ইমাম রাজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন ♚করেন। জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্🍨রসিকিউটর আবদুল্লাহ আবু।
শুনানি শেষে জিসানের পর্নোগ্রাফি মামলায় ১ দিন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জꦆুর করেন এবং আসামি মিশুর মাদক মামলায় ৩ দিন, পর্নোগ্রাফি মামলায় ১ দিন ও অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামনুর রশিদের আদালত।
এর আগে বুধবার (৪ আগস্ট) শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে (৩৯) গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গোলাবারুদ, ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি বিলাস💫বহুল ফেরারি মডেলের গাড়ি, সিসার সরঞ্জামাদি, ২টি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় জাল মুদ্রা ৪৯ হাজার ৫০০ রুপি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব।