ফিরতি পথের যাত্রা নিরাপদ করার প্র🅘স্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্🍎ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদযাত্রা যেমন স্বস্তিদায়ক ছিল, তেমনি ফিরতি যাত্রাও যেন স্বস্তিদায়ক থাকে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রকম অবহেলা করা যাবে না।”
সোমবার (২ মে) সকালে ব্রিফিংকালে ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি’ বলে বিরোধী দল থেকে যে অভিযোগ করা হয়♚েছে তার♊ জবাবে তিনি এসব কথা বলেন।
൩ওবায়দুল কাদের বলেন, এবার অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা𒈔র নির্দেশনা ও তদারকিতে এবং সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সকল আশঙ্কাকে উড়িয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।”
এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে জানিয়েছে সেতুমন্ত্রী বলেন, “জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্🍰ছে, ঈর্ষায় জ্বলছে।”
এসময় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করꦺেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবা♏দ ও কৃতজ্ঞতা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।