সাবেক অর্থমন্ত্রীর মৃত্যু

এক বিজ্ঞ মানুষকে হারালাম: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০৩:২১ পিএম

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আপাদমস্তক একজন ভদ্রলোক ছিলেন জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমু♈দ বলেছেন,“দেশের অর্থনীতিতে অনন্য অবদ🍸ান রাখা একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, ভদ্র মানুষকে হারালাম। তিনি আপাদমস্তক একজন ভদ্রলোক ছিলেন।”

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াꦗত প্রবীণ রাজনীতিক মুহিতের মরদেহে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব 👍কথা বলেন।  

আবুল মাল আবদুল মুহিতের অবদানের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলে﷽ন, “সমস্ত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ যে আজকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে সাবেক অর🐓্থমন্ত্রীর অবদান আছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।”

হাছান মাহমুদ বলেন, “সমীচীনতা-ভদ্রতাসহ অনেক কিছু কাছে শেখার 🦩ছিল আবুল মাল আবদুল মুহিতের কাছে। কনিষ্ঠ ও অনুজদের মুহিত ভাই যেভাবে আপন করে নিতেন, তা ছিল অভাবনীয়। তার মৃত্যু আম💟াদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।”