ঈদযাত্রায় স্বস্তি

আজ খুলছে মহাসড়কের তিন ফ্লাইওভার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ১২:৫৫ পিএম

ঘরমুখী মানুষের ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবদুল্লাহপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৩টি ফ্ল♕াইওভার চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। ℱ;

সড়ক বিভাগ জানায়, স𓆉োমবার (২৫ এপ্রিল) জয়দেবপু♌র মোড় থেকে এলেঙ্গা হয়ে হাটিকুমরুল পর্যন্ত সড়কের নওজোর, সফিপুর ও গড়াই—এ তিনটি ফ্লাইওভার খুলে দেওয়া হবে।

রোরবার (২৪ এপ্রিল) সচিবালয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম♛। এদিন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে☂ নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেকও হস্তান্তর হয়।

সচিব নজরুল ইসলাম জানান,  ফ্লাইওভার🎉ের নির্মাণ চলমান থাকায় এসব পয়েন্টে প্রায়ই যানজট হতো। এবারের ঈদযাত্রার চাপ সামাল দিতে ফ্লাইওভার তিনটি খুলে দেওয়া হচ্ছে।  স্বাভাবিক পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০-১৫ হাজার গাড়ি চলাচল করে প্রতিদিন।  কিন্তু ঈ🏅দে ৪০ থেকে ৫০ হাজার যানবাহনের চলাচল দেখা যায়।

সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনোমিক কো🅠-অপারেশন-সাসেক প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান থ🥀াকছে বলেও জানান সচিব।

এছাড়া সচিব বলেন, “পরিবহনমালিকদের সুপারিশ বিবেচনায় নিয়♏েছি। কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে। সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক হলে ঈদে যানজট কমবে।”