এতোদিন দেশে করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই খাদ্যের অভাব হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, “করোনা মহামারিতেও দেশে অর্থের সংকট হয়নি। আমাদের মাথাপিছু আয় এখনও সচল আছে। করোনা সংক্রমণ নাই বললেই চলে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ।🉐 তিনি সহযোগিতা করেছেন, যেন সবাই টিকা পায়।”
রোববার (২৪ এপ্রিল) দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যারা টিকা নিতে চায় না, তারাই টিকা নেওয়া বাকি আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশের লক্ষ্যমাত্রার জনসংখ্যার শতভাগকে টিকা দেওয়া হয়েছে। সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবা🎀ইকে সময়মতো টিকা দিতে সক্ষমღ হয়েছি।”
স্বাস্থ্যমন্ত্রী বল🐲েন, “ভারতে ফের করোনা সংক্রমণ বাড়ছে। আমাদের দেশেও বাড়তে পারে। আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে।”