শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে: পরিকল্পনামন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৫:৩৯ পিএম

দেশের শিক্ষা খাতে বাজেট আরও বাড়াতে হবে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, “শিক্ষা খাতে আমাদের সবচেয়ে ব্যয় করা উচিত। কিন্তু এই খাতেই বাজেট অন🌌েক কম।”

শনিবার (২৩ এপ্রিল) রাজধ🌱ানীর একটি কনভেনশন সেন্টারে ‘শিক্ষার বাজেট, বাজেটের শিক্ষা: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, কোথায় আছি আমরা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেশে শিক্ষার হার 🧜কম জানিয়ে মন্ত্রী বলেন, “আমি পরিসংখ্যান সংগ্রাহক হিসেবে কাজ করি। সারা দেশের তথ্য সংগ্রহ করি। তারপর সেসব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা করতে চেষ্টা করি। এর অভিজ্ঞতা থেকে বলছি- শিক্ষা খাতে বাজেট বাড়ানো প্রয়োজন।’

পরিকল্পনামন্ত্রী বলেন, “আমরা অনেক কিছুই ভাবি কিন্তু বাস্তবায়ন করি না। তবে শিক্🐲ষা নিয়ে আমি বলব, ꧂শিক্ষায় বাজেট অবশ্যই বাড়ানো উচিত। আমি এটা নিয়ে বারবার কথা বলি সংসদে। সামনে আরও বেশি করে বলব যেন শিক্ষায় বাজেট বাড়ানো হয়।”