বাংলাদেশ সফরেℱ আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। ২৫🌃 এপ্রিল তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী। এই সফরের প্রথম দিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর মিয়ানমার থেকে আ𒅌সা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে কক্সবাজার যাবেন।
সফলকালে ডেনমার্কের রাজকুমারী সাতক্ষীরাও ভ্রমণ করবেন। জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশে ওপর কী প্রভাব🍸 পড়ছে, তা দেখবেন। এরপর সুন্দরবন ভ্রমণে যাওয়❀া কথা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানায়।
তিন দিনের সফর শেষে ২৮ এপ্রিল রাজকুমারীর নিজ দেশে 💝ফিরে যাওয়ার কথা রয়েছে বলেও জানা যায়।