আগাম টিকিট কিনতে ভিড় নেই যাত্রীদের

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ১২:২৯ পিএম

ঈদে ঘরমুখো মানুষের জন্য বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৬🍬 এপ্রিল) সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি চলছে। তবে রাজধানীর বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়নি।

ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚসকালে রাজধানীর মহাꦜখালী বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের কথা মাথায় রেখে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বিভিন্ন পরিবহন। কিন্তু ক্রেতার উপস্থিতি এখনো বাড়েনি বলে বক্তব্য বাসমালিকদের। 

বাসমালিকরা জানান, অনলাইনে টিকিﷺট 🐷কাটার সুবিধা রয়েছে। তাই অনলাইনের মাধ্যমে কিছুসংখ্যক টিকিট বিক্রি হয়েছে। কিন্তু সশরীরে এখনো টিকিট বিক্রি তেমন শুরু হয়নি। এখন পর্যন্ত টিকিট বিক্রির হার প্রত্যাশার চেয়ে অনেকটাই কম রয়েছে।

বাস কাউন্টারের কর𒁏্মরত রফিকুল বলেন, “সকাল থেকেই টিকিট কাউন্টার খোলা। কিন্তু তেমন কেউ টিকিট কেনেননি। দুইজন পয়েলা মে‍‍র টিকিট কিনেছেন। বিকেলে বিক্রি বাড়তে পারে। বাস ভাড়াও বেশি রাখা হচ্ছে না। সরকারের নির্ধারিত ভ💫াড়াই রাখা হচ্ছে।”

এদিকে পরিবহন কর্তৃপক্ষ জানায়, কর্মজীবীদের ছুটির দিন নির্ধারণ না হওয়ায় টিকিট বিক্রি কম হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ঈদ যত কাছাকাছি আসবে, কাউন্টারে ভিড় বাড়বে। টিকিটও বিক্রি হবে। টিকিট বিক্রির জন্য সব পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলার বাসের টিকিট বিক্রি করা হচ্ছে। বাস কাউন্টার ও অনলাইন থেকে কয়েকটি পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন য😼াত্রীরা। গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাচ্ছে।

বাস কাඣউন্টার ও অনলাইনের মাধ্যমে এবার ক্রেতারা ২৩ এপ্রিল থেকে ১মে পর্যন্ত টিকিট অগ্রিম কিনতে পারছেন। ঘরমুখো মানুষের ঈদ যাত্রার সুবিধার্থে বাসমালিকরা অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেন। তবে ট্রে💙ন ও নৌযানের ঈদযাত্রার টিকিটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।