‘পানিদূষণের কারণে ডায়রিয়া বেশি হচ্ছে’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত

পানিদূষণের কারণে ডায়রিয়া বেশিꦑ হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধান🦹ীতে বৃহস্পতিবার (৭ এপ্রিল) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পানিটা য꧋দি ভালো থাকে, তাহলে মানুষের শরীরও ভালো থাকবে। ঢাকা শহরে কিছুদিন ধরে বেশ ডায়রিয়া দেখা দিচ্ছে, কলেরা দেখা দিচ্ছে। এটা পানি থেকে বেশি হচ্ছে।”

এছাড়া খাবার থেকেও হয়, কিন্তু পানি থেকে বেশি হচ্ছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে ෴বলে জানান মಌন্ত্রী।

জাহিদ মালেক বলেন, “পৃথিবীর জলবায়ু দূষিত হচ্ছে🐟। সবচেয়ে বড় সমস্যা গ্রিন হাউজ ইফেক্ট। বায়ু দূষণ, যানবাহনে ধোঁয়া এসবের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে,꧂ এতে করে বরফ গলে সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে। বন্যা হচ্ছে, টর্নেডো হচ্ছে, এগুলো প্রতিটিই মানুষের স্বাস্থ্যকে ক্ষতিকর অবস্থায় ঠেলে দিচ্ছে।”

মন্ত্রী আরও বলেন, “ঢাকা শহরে বায়ু দূষণ অনেক বেশি। এর ফলে অনেক অসুখ-বিসুখ হচ্ছে। নগরায়ন এত হচ্ছে যে গাছপালা থাকছে না। প্রতি বছর বিশ্বে ৬০ লাখ হেক্টর বনায়ন ধ্বংস করা হয়, যা বাংলাদেশের অর্ধেক। বাংলাদেশ বেশি দূষণ করে না। সব🏅চেয়ে বেশি আফ্রিকা, চীন, আমেরিকা, ব্রাজিল, ভারতসহ অন্যান্য দেশ করে। কিন্তু ক্ষতিটা আমাদের বেশি ভোগ করতে হয়। এভাবে চলতে থাকলে আমাদের ২০ শতাংশ জমি শিগগিরই পানিতে তলিয়ে যাবে।”

দূষণেꦆর প্র✤ভাবে দেশে ক্যান্সার বাড়ছে, কিনডি রোগ বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে। তাই দূষণরোধে ব্যবস্থাপনাটা আমাদের ভালো রাখতে হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।