বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৭:৪৩ পিএম

নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৬ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রꦆিবি♕উশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস না থাকা নারায়ণগঞ্জের এলাকাগুলোর মধ্যꦬে রয়েছে, তারাবো থেকে আড়াই হাজার পর্যন্ত এলাকায় আবাসিক, সিএনজি, বাণিজ্য, শিল্পসহ সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

এছাড়া গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেক🦩ে দুঃখ প্রকাশ করা হয়েছে।