মিরপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি আবাসিক ভবনে অগ্নি🍸কাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাঁচটি ইউনিটের চেষ্টায় ৫টা ৫০ মিনিটে💜 আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টা ১২🎐 মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে🌸। তাদের একজন পুরুষ ও দুইজন নারী।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, “মিরপুর-১ এলাকায় ছয়তলা একটি আবা🦩সিক ভবনে আগুন লাগার খবরে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসে আধা ঘণ্টা পরই৷”

নিচতলায় আগুনের সূত্♛রপাত হয়, যা পরে ভবনের অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ছিল। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা দিতে পারেননি এ কর্মকর্তা।