ফের বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৯:৫৮ পিএম

র𓆉েমিট্যান্স বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) ২ দশমিক ১৬ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করার পরে গেল ৬ মার্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ৮৯ বিলিয়নে𓄧 নেমে আসে।

এটি গত এক বছরের মধ্যে দেশে সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল। চলতি (জুলাই-মার্চ) অর্থবছরের নয় মাসে ১৫ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রপ্𝄹তানি আয় এবং রেমিট্যান্স প্রবাহ এক মাস আগের♎ তুলনায় বৃদ্ধি পাওয়ায় ৩ এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ দশমিক ৩০ বিলিয়ন হয়েছে।

বাংলাদেশ ব্যাংক (বিবি) সূত্র জানায়, রিজার্ভ দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। অথচ ছয় মাস 𝔉আগেও ১০ মাসের আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ ছিল।

তবে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্সের প্রবাহ এখনও নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে। এই নয় মাসে প্রবাসীরা ১৫ দশমিক ৩০ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ১৮ দশ♉মিক ৫৯ বিলিয়ন🎉 ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

তবে 🌳ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ২৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেলেও নয় মাসে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ১৮𒈔 শতাংশ কমেছে।

🤪বাংলাদেশ ব্যাংকের 🗹নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‌“নগদ প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পর ধীরে ধীরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।”

মো. সিরাজুল ইসলাম বলেন, &ldqu🌜o;প্রবাসীরা ঝামেলামুক্ত আইনি চ্যানেলে ১০০ টাকা রেমিট্যান্স পাঠিয়ে ১০২ দশমিক ৫ টাকা পাচ্ছেন♍।”

সিরাজুল ইসলাম আরও বলেন, “এপ্রিল মাসে রমজান এবং ঈদের জন্য রেমিট্যান্স প্রবাহ বাড়বে কারণ প্রবাꦇসীরা সাধারণত উ𒅌ত্সবের সময় দেশে তাদের আত্মীয়দের কাছে বেশি অর্থ পাঠাবেন।”

এর আগে ২০২১-২২ অর্থবছরের শেষꦬ নয় মাসের অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ২০২০-২১ অর্থবছরের একই সময়ে তুলনায় কমার প্রবণতা দেখেছে।