ঈদে দুস্থদের জন্য ১ লাখ টন চাল বরাদ্দ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৮:১৩ পিএম
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচ♊ির আওতায় দেশজুড়ে দুস্থদের🥃 খাদ্যশস্য সহায়তার অংশ হিসেবে এক লাখ ৩৩০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

এক্ষেত্রে দেশের মোট এক কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার🥀্ডের বিপরীতে প্রত্যেক কার্ডধা꧙রীকে ১০ কেজি হারে চাল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রা🍸ণ ꦓমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা এবং পৌরসভাভিত্তিক বিতরণের জন্য সরকার এক লাখ ৩৩০ দশমিক ৫৪০ মেট্রিক টন চাল ভিজিএফ কর্মসূচিꦅর আওতায় বরাদ্দ দিয়েছে।

দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হা🦄জার ৮৫১টিসহ মোট এক কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল দেওয়ার লক্ষ্যে এ বরাদ্দ দিয়েছে সরকার।

এতে আরও বলা হয়েছে, ভিজဣিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিককালের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলেছে ত্রাণ মন্ত্রণালয়।

একইসঙ্গে ভিজিএফের চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে ব✅িতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।