গভীর রাতে (রোববার দিবাগত) ౠঅভিযান চালিয়ে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে নিজ বাসা থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বারিধারা থেকে ফারিয়া মাহবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে মরিয়ম আক্তার মৌকে আটক করার সময় তাদের বাসায় মাদকদ্রব্য পাওয়া যায়।
আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, “পিয়াসা ও মৌ একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। ওরা রাতের রানী বলেই সুপরিচিত। সারা দিন ঘুমিয়ে কাটাতেন। রাতে বিভিন্ন পার্টিতে গিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে বাসায় ডেকে আনতেন। এরপর বাসায় গোপনে তাদের আপত্তিকর ছবি তুলতেন। সেই ছবি বাবা-মা বা পরিবারের সদস্যদের দেখানোর ভয় দে🗹খিয়ে ব্ল্যাকমেইল করতেন।”
হারুন অর রশিদ আরও বলেন, “আমরা পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অনেকগুলো অভিযোগ তদন্ত করছিলাম। সেই তদন্তের অংশ হিসেবে ফারিয়꧋া ও মৌয়ের বাসায় অভিযান চালꦿানো হয়। তাদের বাসা থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে। ব্ল্যাকমেইলিং করার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া যেহেতু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, এ জন্য গুলশান ও মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে।”
তবে নিজেকে নির্দোষ দাবি করে মডেল মৌ সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। তার বাসায় মদ ও ইয়াবা আগে থেকে ছিল না বলেও জা🍨নান তিনি।