৪ তেল সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফের তলব

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৯:৩৯ পিএম

ভোজ্যতেল সরবরাহে মিল পর্যায়ের বিভিন্ন অনিয়মের বিষয়ে সরবরাহকারী চার প্রতিষ্ঠানকে আবারও তলব করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানের প্রতিনি𝓰ধিদের দেওয়া ব্যাখায় সন্তুষ্ট না হওয়ায় তাদেরকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৬ এপ্রিল আবারও এই চার প্রতিষ্ঠানকে জাতীয় ভোক⭕্তা-অধিকার সংরক্ষণ অধিꦰদপ্তরে গিয়ে ব্যাখ্যা দিতে হবে বলে জানা গেছে।

এর আগে বুধবার (৩০ মারཧ্চ) সরবরাহকারী চার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ব্যাখ্যা শোনে অধিদপ্তর।

কোম্পানিগুলোর দেওয়া ব্যাখা শোনার পর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “প্রতিষ্ঠানগ🐎ুলো বুধবার যে ব্যাখা দিয়েছে তাতে আমরা সন্তু𒅌ষ্ট নই। সেজন্য আগামী বুধবার অধিকতর শুনানির জন্য ডাকা হয়েছে।”

কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, টি কে গ্ಌরুপ, এস আলম গ্রুপ এ🎃বং বসুন্ধরা গ্রুপ।

এছাড়া ভোজ্যতেল আমদানিতে কোনো ঘাটতি না থাকলেও কোম্পানির কারসাজিতে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে- এমন অভিযোগের পরিপেক্ষিতে পরিশোধনকারী কোম্পানিগুলোর কারখানা পরিদর্শ🍷ন শুরু করেছিল জাতীয় ভোক্তা অধিদপ্তর। তাতে প্রাথমিকভাবে চারটি কোম্পানির গাফিলতির প্রমাণ মিলেছে। সেসব কোম্পানিকে উপযুক্ত ব্যাখ্যা প্রদানের জন্য তলব করা হয়।