সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অর্থ🐽নৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
বুধবার (৩০ মার্চ) অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ꦉত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, “অর্থনৈতিক বিষয় সংক্র🎃ান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি ও ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে একটি উপস্থাপনসহ) ছয়টি প্রস্তাব উত্থাপন করা হয়।&r💮dquo;
মন্ত্রী আরও বলেন, “সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি, 💯কৃষি মন্ত্রণালয়ের দুটি এবং জ্বালানি ও খনিজဣসম্পদ বিভাগের একটি প্রস্তাবনা ছিল।”
এছাড়া ম🥀ুস্তফা কামাল বলেন, “ক্রয় কমিটিতে অনুমোদিত ছয়টি প্রস্তাবে ব্যয় ধরা 🃏হয়েছে ২ হাজার ৬৯০ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৬৪৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ৩৫০ কোটি ৬০ লাখ ১৬ হাজার ৭৮২ টাকা এবং দেশিয় ব্যাংক ও ভারতীয় ঋণ থেকে আসবে ১ থেকে ৩৩৯ কোটি ৮২ লাখ ৬২ হাজার ৮৬৪ টাকা।”