মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আলোচিত অভিনেত্রী পরীমনি🎃সহ আরও দুইজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকার বিশেষ জজ-১০ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন পরীমনির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় স😼াক্ষ্🐬য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
কিন্তু পরীমনি অসুস্থ থাকায় সময়ের আবেদন⛦ করে♏ন এবং এ মামলার আইনজীবী আপিল ডিভিশনের আবেদনের কপি আদালতে দাখিল করেন৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ১২ মে সাক্ষ্য গ্রহণের নতুন দিন নির্ধারণ করেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়ে༒শ পর♊ীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন এবং মামলাটি ঢাকার বিশেষ জজ-১০ এ বদলির নির্দেশ দেন।
এর আগে গত বছরের ৪ অক্টোবর আদালতে এ মামলায় অভিয🥃োগপত্র জমা দেন🀅 সিআইডির পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল।
গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিয🍷ান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।𝄹 পরের দিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।