রমজানে অফিসের নতুন সময়সূচি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে থাকবে ১৫ মিনি😼ট (সোয়া ১টা থেকে দেড়টা) জোহরের নামাজের বিরতি।

সোমবা🌠র (২৮ মার্চ) সরকারি🌞, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এ অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসে শুরু হবে রমজান।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দ♎কার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ব্যাংক, বিমা 💛ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।”