রাজধানীর বড় মগবাজার এলাকায় মোছা. সেলিনা খাতুন (২৫) নামের এক সিনিয়র নার্স আত্মহত্যা করেছেন। তিনি বারডেম হাসপাতা♕লে কর্মরত ছিলেন।
রোববার (২৭ মার্চ) ভোররাতে ꩲতার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে 🅰পাঠায় পুলিশ।
এ ব্যাপারে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ 👍মিত্র বলেন, “আমরা ৯৯৯ এ🔯 খবর পেয়ে বড় মগবাজারের একটি বাসায় গিয়ে দরজা ভেঙে সেলিনার মরদেহ উদ্ধার করি।”
অনাথ মিত্র আরও বলেন, “বাসার মালি💖ক আক্তার হোসেনের কাছে থেকে জানতে পারি, তিন মাস আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসার এক রুম ভাড়া নেন তারা। গত রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে গলায়🐬 রশি পেঁচিয়ে ফাঁসি দেন সেলিনা। তার স্বামী জুয়েল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত✅ের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
এসআই অনাথ মিত্র বলেন, “꧅নিহতের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানার মশিন্দা গ্রামে। বর্তমানে তিনি বড় মগবাজারের একটি বাসায় ভাড়া থাকতেন।”