রাজধ🅰ানীর লা🌃লবাগে তাজমহল টাওয়ারের পাশে একটি ছয়তলা ভবনের চারতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়ার শাখার ভারপ্রাপ্ত কর্🀅মকর্তা শাহজাহান সরদার এ তথ্য ন𒉰িশ্চিত করেন।
শাহজাহান সরদার বলেন, &ꦺldquo;সকাল ৬টা এক মিনিটে লালবাগে তাজমহল টাওয়ারের পাশে একটি ছয়তলা ভবনের চারতলায় আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্🐼রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”
এ সময় ভবনের বাসিন্দারা আতঙ্কে ভবনꦺের নিচে এসে অবস্থান করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা 💯ঘটেনি বলে জানা গেছে।
আগুন লাগা🌸র কারণ সূত্রপাত সম্পর্কে খতি🐼য়ে দেখা হচ্ছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”